টিকা পেয়ে স্বস্তি কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ডে 

আবু সুফিয়ান রাসেল।।
করোনা টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নগরীর ২১নং ওয়ার্ডবাসী। গতকাল সোমবার ২১নং ওয়ার্ডে দুই হাজার ১৫৬ জনকে গণটিকার দ্বিতীয় ডোজ প্রধান করা হয়। এছাড়াও আশ্রাফপুর, জাঙ্গালিয়া, রামনগর, শাকতলা এলাকার প্রায় ১০ হাজার মানুষ টিকা গ্রহণ করেছেন।
রামনগর এলাকার বাসিন্দা হাজী আক্তার বলেন, করোনাকালীন সময়ে মাহবুব সাহেব প্রচারণা, মাস্ক বিতরণ, খাদ্য সহায়তাসহ নানাভাবে মানুষের পাশে ছিলো। এক কথায় তিনি মানুষের কাউন্সিলর, মানুষের জন্য কাজ করেছেন। আর ডখন যা টিকা আসছে, শান্তিপূর্ণ ভাবে এ ওয়ার্ডে টিকা প্রদান করেছেন।
ইয়াছিন মার্কেট এলাকার বাসিন্দা গৃহিণী জাহেরা আক্তার বলেন, আমরা এখানের ভোটার না। টিকার জন্য গেছি, তারা আমাদের মূল্যায়ন করছে। কোন জামেলা ছাড়া আমরা ঠিকঠাক টিকা দিতে পারছি।
২১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বলেন, আমার ওয়ার্ডে ১৫ হাজার ভোটার। আজ (সোমবার) পর্যন্ত প্রায় ৭০ শতাংশ মানুষ টিকা গ্রহণ করেছে। আশাকরি পরবর্তী ধাপে শতভাগ টিকা কার্যক্রম সম্পন্ন করতে পারবো। 
এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, টিকা কার্যক্রম এখনও চলমান। সরকারি নির্দেশনা মতে আমরা ধারাবাহিক ভাবে এ কার্যক্রম অব্যাহত রেখেছি। সিটির মধ্যে বেশীর ভাগ মানুষ টিকা নিয়েছেন। গত সোমবার ১২ হাজার ৭৫৩ জন টিকা গ্রহণ করেছেন।