দেশপ্রেমিক নাগরিক তৈরিতে স্কাউট আন্দোলন কাজ করছে

লালমাইয়ে ৩৪তম আইসিটি বেসিক কোর্স

inside post


২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার মানসিকতা সম্পূর্ণ হিসেবে তৈরি করতে হবে। তাদের দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলন কাজ করে যাচ্ছে । এসব কথা বলেন ৩৪তম আইসিটি বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষণ বিভাগের পরিচালক ফারুক আহাম্মদ এলটি। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে অনুষ্ঠিত আইসিটি বেসিক কোর্সের কোর্স লিডার মো. মোজাম্মেল হোসেন এলটির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন সিএএলটি। অধ্যক্ষ মহিউদ্দিন লিটন তাঁর বক্তব্যে বলেন— আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ সে, যার কাছে বেশি তথ্য রয়েছে। যে বেশি প্রযুক্তির সঠিক ব্যবহার জানে। শিক্ষার্থীদেরকে যুক্তি ও প্রযুক্তির মাধ্যমে দেশ গড়ার কাজে আত্ম নিয়োগ করার জন্য স্কাউট শিক্ষকদের আইসিটি বেসিক কোর্স ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন— কোর্সের প্রশিক্ষক ও বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার মো. জামাল হোসেন, তাসলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা আক্তারসহ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীরা।-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন