নবীনগরে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিতরণ
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্, নবীনগর,( ব্রাহ্মণবাড়িয়া ।।
‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ- উন্নয়নের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে , ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ও শিবপুর ইউনিয়নের কৃষকের মাঝে উন্নত জাতের সার, বীজ ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাচঁ শতাদিক কৃষকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয় । খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় এবং পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড সহযোগিতায় আসন্ন বোরো মৌসমের চাষিদের মাঝে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা। বিতরণকৃত এসব উপকরণে কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে মন্তব্য করেছেন কৃষিবিদরা। স্থানীয় ইউপি সদস্য মোঃ বাছির মিয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের আশুগঞ্জ ব্রাঞ্চের এ.বি.পি ও ম্যানেজার মোঃ মহিদুজ্জামান খান। পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার মোঃ হামিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের আশুগঞ্জ ব্রাঞ্চের সহকারী কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোঃ আবু হানিফ, সিনিয়র ফিল্ড এগ্রোনোমিস্ট মোঃ সাইফুল ইসলাম, নবীনগর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফি উদ্দিন সরকার, মোঃ একরামুল হক ও মোঃ জাহেদুল হক, পেট্টোকেম বাংলাদেশ নবীনগর উপজেলার ডিলার মোঃ আল মামুন, জাহাঙ্গীর আলম মাস্টার।
এসময় প্রতিটি কৃষকের জন্য উন্নত মানের হাইব্রিড ধান বীজ, ইউরিয়া, টি.এস.পি, পটাশ, দস্তা, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম ও জিপসাম স্যার এবং বিভিন্ন ধরনের বালাইনাশকসহ ধান রোপণ থেকে ফলন পর্যন্ত সব রকমের উপকরণ বিতরণ করা হয়।