নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে সিএনজিচালক আলফাজ আলী নিহতসহ আহত হয়েছেন আরো একজন। এদিকে ঘটনার দায়ে ট্রাক্টরের চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) ভোরে জেলার সরাইল-নাসিরনগর সড়কের কুণ্ডা নামক স্থানে ঘটে এই দুর্ঘটনা। নিহত আলফাজ আলী (৪৫) জেলার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও
পুলিশ সূত্রে জানা যায় সোমবার ভোরে নাসিরনগরের কাহেতুরা থেকে যাত্রীবাহী একটি সিএনজি সরাইলের উদ্দেশ্যে রওনা করে। যাত্রীবাহী ওই সিএনজিটি সরাইল-নাসিরনগর সড়কের কুণ্ডা সিএণ্ডবি পাড়ায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আলফাজ আলী নিহত হন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোসহ ঘটনার সাথে জড়িত ট্রাক্টরের চালকসহ তিনজনকে আটক করেন।
নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) এ.টি.এম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক্টর চালকসহ তিনজনকে আটক হয়েছে।’