নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

inside post
কুমিল্লা মেঘনায় উপজেলায় চারকাঠালিয়াতে ট্রলার ডুবির ঘটনায় তামান্না আক্তার (১০) নামে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু আব্দুল্লাহ।
তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলের অদূরে শিশু তামান্নার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত তামান্নার বাবা শেখ ফরিদ জানান, তাদের বাি ঢাকার ডেমরা এলাকায়।  সোমবার নানুবাড়ি কুমিল্লার তিতাস এলাকায় যাচ্ছিলো তার তিন মেয়ে ও তাদের নানু জুলেখা।  পথিমধ্যে ট্রলারডুবির ঘটনা ঘটে।
তিন মেয়ে হারিয়ে বাকরুদ্ধ শেখ ফরিদ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি এখন কি নিয়ে বাঁচবো। আমার কলিজা ছিড়ে যাচ্ছে।
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু আবদুল্লাহ জানান, সোমবার ঘটনার সময় তিনজনের লাশ উদ্ধার করা হয়। আরেক শিশু নিখোঁজ ছিলো। চাঁদপুর থেকে আসা একটি ডুবুরি দল সোমবার বিকেল ৪ টা থেকে অভিযান শুরু করে। তবে প্রবল স্রোত,  তীব্র ঠান্ডা ও ব্যাপক কচুরীপানার কারণে রাত সাড়ে ৮ টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। মঙ্গলবার আবারো উদ্ধার অভিযান শুরু হয়।
উল্লেখ্য সোমবার  বিকেল ২ টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলায় নদীতে ট্রলার ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ছিলো শিশু তামান্না।
 মৃতরা হলেন জুলেখা বেগম, আয়েশা আকতার, মরিয়ম ও  তামান্না আক্তার ।
আরো পড়ুন