বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের প্রস্তুতি


বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছয় দশকের ইতিহাস একাধারে ঐতিহ্য এবং গৌরবের। এই বিদ্যালয় অনেক মেধাবী শিক্ষকের জ্ঞানচর্চা ও জ্ঞান বিতরণে ঋদ্ধ হয়েছে, তেমনি জন্ম দিয়েছে অনেক কৃতী শিক্ষার্থী ও শিক্ষাবিদ। বিগত ৬০ বছরে বিদ্যালয়ের অসংখ্য এলামনাই দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছে; মেধায়, আচরণে ও গুণাবলিতে শ্রেষ্ঠ হয়ে অধিষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষপদে। এমন স্বনামধন্য প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী উৎসবকে বর্ণাঢ্য করার প্রস্তুতি চলছে। ২৯আগস্ট প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অগ্রগতি সভা করা হয়। এতে এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হেলাল জানান, ইতোমধ্যে প্রায় ২১০ জন এলামনাই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এছাড়াও হীরক জয়ন্তী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য হীরক জয়ন্তী স্মারকের(সুভ্যিনার) কাজ চলমান আছে। হীরকজয়ন্তী উৎসব-২০২৫ সফল করতে দেশে ও বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ অব্যাহত আছে। বানাশুয়া বীরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শুরু থেকে (১৯৭৭-২০২৫)পর্যন্ত ৪৯টি ব্যাচের প্রতিনিধিদের মাধ্যমে রেজিস্ট্রেশনসহ সকল কার্যাবলী সম্পন্ন করা হবে। হীরক জয়ন্তী উৎসবের অগ্রগতি সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় আর্থিক বিষয়টি কেননা রেজিস্ট্রেশন ফি দিয়ে এত বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। তাই সকল ব্যাচ প্রতিনিধিসহ সদস্যদেরকে ব্যাচ ভিত্তিক অনুদান সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও হীরক জয়ন্তী স্মারকে বিজ্ঞাপন সংগ্রহের জন্য গঠিত কমিটিকে তাগাদা দেওয়া হয়। আসন্ন প্রোগ্রামকে গতিশীল করার জন্য নয় সদস্যের কমিটি গঠন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।