ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র জমা দিলেন মোকতাদির
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম মনোনয়নপত্র জমা দিলেন সদর আসনের হেভিওয়েট প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী। বুধবার (২৯ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলমের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেবার সময় মোকতাদির পত্নী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরমেয়র মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত তার সাথে ছিলেন। এর আগে তিনি জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে দোয়া এবং সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে হরতাল-অবরোধ বিরোধী দলের এক শান্তি সমাবেশে বক্তৃতা করেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরমেয়র মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।