ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীমা দিবস উদযাপিত

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে ” এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। সভায় বিভিন্ন বীমা কোস্পানীর কর্মকর্তাসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফারইষ্ট ইসলামী ইনসুরেন্স কোম্পানীর মুহাম্মদ তাজুল ইসলাম,জীবন বীমা কর্পোরেশনের মোঃ মিজানুর রহমান, ন্যাশনাল লাইফ ইন¯্যুরেন্সের আবদুল আলীম সরকার,পপুলার লাইফের কামরুজ্জামান,সোনালী লাইফ ইন্সুরেন্সের এমদাদুল হক, প্রমুখ। সভায় জেলা প্রশাসকমোঃ শাহগীর আলম ন্যাশনাল লাইফ ইন¯্যুরেন্সের মৃত্যুর দাবীর চেক মনোনীতকের নিকট হস্তান্তর করেন।
পরে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।