ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের নতুন সভাপতি কাজী নাজিয়া হক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার কৃতী সন্তান কাজী নাজিয়া হক। গত ০৬ অক্টোবর এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। সোমবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আবু জাহেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিংবডির বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, বর্তমান উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ এবং শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরীসহ অন্যান্য শিক্ষকরা।
বর্ণাঢ্য জীবনের অধিকারী কাজী নাজিয়া হক ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাউজিং এস্টেটের ৪ নম্বর সেক্টরে। কর্মজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার মৌচাক মডার্ন টিচার ট্রেনিং কলেজের সিনিয়র লেকচারার। এছাড়াও শিক্ষা জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার স্বামী ডা. মাসুদও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে জড়িত রয়েছেন। নাজিয়া হকের বাবা প্রয়াত কাজী হারুনুল হক কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কুমিল্লা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। মা শামসি জাহান বিশিষ্ট সমাজসেবিকা ও কুমিল্লা আত্মনিবেদিতা মহিলা সংস্থার চেয়ারপারসন ছিলেন। দায়িত্বগ্রহণ করে কাজী নাজিয়া হক বলেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে একটি আধুনিক বিদ্যাপিঠ হিসেবে প্রতিষ্ঠা করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এক্ষেত্রে তিনি শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।-প্রেস বিজ্ঞপ্তি।