মন্দের গন্ধ — গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

চারদিকে ভরে গেছে মন্দের গন্ধে-

অন্ধের লুকোচুরি ছেয়ে আছে সন্ধে।
আলোহীন কালিমাতে অসুরের নৃত্য-
সভ্যতা নিয়ে আজ অজ্ঞরা খেলা করে।
যোগ্যতা পচে গেলে রুগ্নতা তার সঙ্গী-
ব্যর্থতা ক্রন্দনে ভেসে মরে ভঙ্গি।
আশাগুলো হতাশায় নিত্যতা সিক্ত-
তিক্ততার শ্রমটা যে মিছে খাঁখাঁ রিক্ত।
বিদ্রোহী উঁচু হলে ঢিল ছোড়ে ভন্ড-
নর্তকী আজাজিল দেহ করে খন্ড।
 তামাশার শোধ নিতে হতে হবে শক্ত-
 ঘোর মুছে ভোর পেতে প্রয়োজন রক্ত।