শুদ্ধাচার পুরস্কার পেলেন ব্রাহ্মণপাড়ার ইউএনও ফৌজিয়া
আমোদ রিপোর্ট।।
কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও সৃজনশীল কর্মকান্ড বাস্তবায়নের জন্য শুদ্ধাচার পুরস্কার (২০১৯) পেলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফৌজিয়া সিদ্দিকা। রবিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সূত্রমতে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ইউএনও ফৌজিয়া সিদ্দিকা, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা নাজির মোঃ ইমাম উদ্দিন ইউসুফ মজুমদার ও বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুবোধ রঞ্জন মজুমদার শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, যে কোন স্বীকৃতি কাজের উৎসাহকে ত্বরান্বিত করে। কর্মক্ষেত্রে অতীতের মত সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, অর্পিত দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারী সবাই সচেষ্ট। পুরস্কার প্রাপ্তরাসহ সব কর্মকর্তা-কর্মচারীর সফলতা কামনা করি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এএইচএম জামেরী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিন্টু ব্যাপারীসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।