কুমিল্লার নদ-নদীর দখল ভরাট বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

 

inside post

অফিস রিপোর্টার।।

আন্তর্জাতিক নদী দিবসে কুমিল্লার গোমতী নদী দখল, দূষণ, ভরাট বন্ধে প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবশে সচেতনরা। তাঁরা একই সঙ্গে দেশের প্রতিটি নদীর সুরক্ষা ও তত্ত্বাবধানসহ স্বাভাবিক গতিময় অবস্থার সৃষ্টিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে বিশেষ দাবি জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে নদী দিবসে রোববার বিকেলে গোমতী নদীর পাড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা এ দাবি জানান।

বাপা কুমিল্লা শাখার সভাপতি প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাপা কুমিল্লার সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান, সুজন কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মোঃ আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, গ্রীণ ভয়েজের সংগঠক মোঃ রিয়াদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক অশোক বড়ুয়া, অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ, সাংবাদিক শাহাজাদা এমরান, শাহানা হক, অচিন্ত্য দাস টিটু, সাংবাদিক কাজী এনামুল হক ও আব্দুল্লাহ আল মাহবুব শিশির প্রমুখ।

বক্তারা বলেন, গোমতীসহ প্রতিটি নদী দেশের সম্পদ, এদেশের মানুষের সম্পদ। কিন্তু এক শ্রেণির দুর্বৃত্ত যেভাবে প্রতিদিন এগুলোকে ধ্বংস করে চলেছে তাতে একসময় নদীর অবশিষ্ট আর কিছু থাকবে না। তিনি বলেন, দেশে নদ-নদী রক্ষায় কর্তৃপক্ষ আছে, আইন আছে, আছে সরকারের প্রশাসন। তারপরও প্রকৃতি ও পরিবেশ ধ্বংসকারীদের দৌরাত্ম্য বন্ধ করতে না পারা কোনো ভাবেই মানা যায় না। আমরা অবিলম্বে দেশের নদ-নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আরো পড়ুন