কুমিল্লায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। কুমিল্লা প্রেসক্লাব সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস।

inside post

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রকিকুল ইসলাম,সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সুজন কুমিল্লা জেলা সভাপতি শাহ মোঃ আলমগীর খান, রোটারী ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্নর দিলনাশিন মোহসেন, উদীচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ আহমেদ, মানবাধিকারকর্মী আলী আকবর মাসুম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল মোহাম্মদ আবদুল আজিজ মাসুদ, এটিএন বাংলা এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, আর টিভি কুমিল্লার স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, দৈনিক শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব, একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী, জিটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সেলিম রেজা মুন্সী প্রমুখ। -প্রেসবিজ্ঞপ্তি।

আরো পড়ুন