কুবিতে গর্বের জায়গা হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড: উপাচার্য

 

inside post

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব
প্রতিনিধি
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) যৌথ ভাবে আয়োজন করছে “আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব”। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের((কুবি) মুক্তমঞ্চে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক উৎসবে আধুনিক গানের বিভাগের প্রথম হয়েছেন কে এম ইশতিয়াক রহমান, দ্বিতীয় হয়েছেন ঐশী ভৌমিক, তৃতীয় হয়েছেন যৌথভাবে আল আরাফাত আল-আমিন রাফি ও আসিফুল হাসান। লোকসংগীত বিভাগে প্রথম হয়েছেন ঐশী ভৌমিক, দ্বিতীয় হয়েছেন সানুউ মারমা এবং তৃতীয় হয়েছেন কে এম ইশতিয়াক রহমান। নাচে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রুমা রানি দেব, সুবর্ণা মোস্তফা ও সাদিয়া সুলতানা। আবৃত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রুবাইয়াত তাজবীন, বিল্লাল হোসেন স্বাধীন ও অন্তা চাকমা। নাটক বিভাগে গুজব ও চিত্রাঙ্গদা এই দুটি দল অংশ নেয়। প্রথম হয়েছে চিত্রাঙ্গদা।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি গর্বের জায়গা হচ্ছে এখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমি সব জায়গাতেই এটা নিয়ে গর্ব করি। যারা কালচারাল অ্যাক্টিভিটিসে জড়িত তাদের প্রতি আমার সব সময়ই এক্সট্রা একটা সমর্থন থাকে।
থিয়েটারের সভাপতি ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, থিয়েটারের উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সিসিডিএ’র ডেপুটি নির্বাহী পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান।

আরো পড়ুন