বন্ধু সেজে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার
মাহফুজ নান্টু।
ফেইসবুকে পরিচয়। তারপর উপহার দেয়া হয়। উপহারের প্যাকেটে ডলার আছে। কাস্টমস অফিসার পরিচয়ে ফোন। ডলার পাচারের অভিযোগ এনে হুমকি। মামলা হয়ে যাবে। এতে চাকরী যাবে, এরপর জেলে যেতে হবে। বাঁচতে হলে টাকা দিতে হবে। একেবারে সিনেমার গল্পকে হার মানানো পরিকল্পনা করে এভাবেই এক নারী থেকে ২৪ লাখ ৩৬ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। তবে শেষ রক্ষা হয়নি। সিনেমার শেষ দৃশ্যের মতই যেভাবে অপরাধী ধরা পরে। ঠিক সেভাবেই কুমিল্লা গোয়েন্দা পুলিশের জালে ধরা পরে ওই প্রতারক চক্রের মূল হোতা। পাঠানো হয় কারাগারে।
গ্রেফতার সুন্দর চেহারার প্রতারক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আলীপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো: রুবেল আহম্মেদ (৩৩)।
শনিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান।
পুলিশ কর্মকর্তা নাজমুল জানান, ৯ অগাস্ট বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগে করেন। অভিযোগে তিনি জানান যে, চলতি বছর ১ মার্চ তার ছেলের বউয়ের ফেইসবুকে জন রিকো নামের এক ব্যাক্তি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। সে ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করে। পরে জন রিকো তার ছেলের বউকে উপহার সামগ্রী পাঠানোর জন্য ঠিকানা চায়। পরে ঠিকানা দেয়া হয়। পরদিন ম্যাসেঞ্জারে জন রিকো লন্ডন লেখা একটি পার্সেলের রশিদ পাঠায়। পর দিন সকালে নিজেকে কাস্টমস্ অফিসার পরিচয় দিয়ে পার্সেলের টাকা পরিশোধের জন্য চুয়ান্ন হাজার টাকা জমা দিতে বলে। ওই নারী টাকা জমা দেন।
এ ঘটনার পরই ওই নম্বর হতে মোবাইলে ফোন করে জানানো হয় ওই পার্সেলে ডলার আছে। মানিলন্ডারিং এর মামলা থেকে বাঁচতে চাইলে দ্রুত আরো ১ লাখ ৮০ হাজার টাকা পাঠান। আর না পাঠালে ১২ ঘন্টার মধ্যে আপনাকে গ্রেফতার করা হবে। এভাবে ওই নারীকে মানিলন্ডারিং এর মামলা, চাকরি যাওয়া সহ জেল খাটানোর ভয় দেখিয়ে মোট ২৪ লাখ ৩৬ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
পরে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ মদনপুর এলাকা থেকে প্রতারক রুবেলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ কর্মকর্তা নাজমুল জানান, গ্রেফতার রুবেলের নামে মামলায় ব্যবহৃত মোবাইল সিমসহ মোট ১৩ টি মোবাইল সিম রেজিষ্ট্রেশনকৃত এবং বিভিন্ন ব্যাংকে মামলায় উল্লেখিত একাউন্টসহ মোট ৮ ব্যাংক একাউন্ট খোলা আছে। গ্রেফতারের পর তার ব্যাংক হিসেবে ১ লাখ ৯৮ হাজার টাকা পাওয়া গেছে। তার বিষয়ে তদন্ত চলছে।