প্রাণে বাঁচলো মেছো বাঘ শাবক

 প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি মেছো বাঘ শাবক অবমুক্ত করা হয়েছে। এতে প্রাণে রক্ষা পেল মেছো বাঘ শাবকটি। উপজেলা বন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী ও পরিবেশবিদ মতিন সৈকত এটি অবমুক্ত করেন। শুক্রবার মতিন সৈকত এই তথ্য নিশ্চিত করেন।

inside post


সূত্র জানায়, উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারী গ্রামে মোস্তাক ওয়াজির বাড়ির গরুর ঘরে দুইটি শাবকসহ মা মেছো বাঘ দেখতে পায় শিশু কিশোররা। কিশোররা তাদের ধাওয়া করে। এতে গরু ঘরের জালে একটি শাবক আটকে যায়। শাবকটি ধরে তারা খাঁচায় আটকে রাখে। মহিষমারী গ্রামের হেলাল মাস্টার পরিবেশবিদ মতিন সৈকতের সাথে যোগাযোগ করেন।
পরিবেশবিদ মতিন সৈকত বলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানকে বিষয়টি অবহিত করা হলে তিনি বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান। উপজেলা বন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী তার টিম নিয়ে উপস্থিত হন। গ্রামের ঝোপঝাড়ে মেছো শাবকটি অবমুক্ত করা হয়। তিনি আরো বলেন, পাখি, বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশের কোন ক্ষতি করা যাবেনা। পরিবেশ বাচঁলে আমরা বাঁচব।

আরো পড়ুন