বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ
প্রতিনিধি।।
বন্যা কবলিত এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। তার মধ্যে ছিল ১ হাজার কলম, ৬০০ খাতা, ২০টি স্কুল ব্যাগ, ৩০টি জ্যামিতি বক্স ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। বুধবার বারপাড়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন, এখন টিভি কুমিল্লার ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ ও ফেনী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুমাইয়া বিনতে হোসাইনী। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত পরিমিত ও পরিকল্পনা অনুযায়ী সকল কাজ করতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠ প্রস্তুতি নিতে হবে। মো. ইফতেখার আলম ইরফানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারপাড়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল বাশার তনয়। এসময় উপস্থিত ছিলেন বারপাড়া সমাজকল্যাণ পরিষদের মো. ইব্রাহিম হাসান নিশাত, আজিজুল ইসলাম সানি, মো. আবদুল হাকিম রাব্বি, মো. হাসিবুল হাসান সিয়াম, মো. মোজাম্মেল হাসান সিয়াম ও মো. রাইহান ইসলাম সিয়াম।