লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পদার্পণে আনন্দ র‌্যালি

 

inside post

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠে কেক কাটা, স্মৃতিচারণ, আতশবাজি ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ র‌্যালির উদ্বোধন করা হয়। র‌্যালিটি লালমাই উপজেলার বাগমারা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, অর্থমন্ত্রীর এপিএস কে এম সিংহ রতন, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (কলেজ) হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিদ্যালয়) মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার (এসবি) হায়াতুন্নবী, আমিনুল ইসলাম প্রমুখ। এদিকে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ বিশিষ্টজনেরা স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, ১৯২১ সালে বাগমারা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুক্রবার বিদ্যালয়টি শতবর্ষে পদার্পণ করেছে। এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে জড়িত থেকে দেশ ও সমাজে গৌরবোজ্জ্বল অবদান রাখছেন। এ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল।

আরো পড়ুন