বরুড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

 

হাসিবুল ইসলাম সজিব।।

কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ঘটিকায় বরুড়া থানার হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বরুড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ,উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জালাল আহমেদ।

সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ বলেন, প্রতিটি পূজা মন্ডপের সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে যোগাযোগ করবেন। গুজব ছড়ানো আগে আমাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত করবে। প্রয়োজনে সকল পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীকে নিয়ে একটি গ্রুপ তৈরি করা হবে। শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম স্বপন,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লব, উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ শাহাদাত হোসেন,উপজেলা পূজা কমিটির সভাপতি ডা তপন ভৌমিক, সাধারণ সম্পাদক মাস্টার তপন বনিক, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক, কুমিল্লা জেলা গন-অধিকার পরিষদের সদস্য কামাল উদ্দিন,উপজেলা খেলাফত ইসলামির সভাপতি মাওলানা ইলিয়াস, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আহমেদ উল্লাহ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার প্রমুখ।