১৫ মামলা মাথায় নিয়ে মারা গেলেন বিএনপি নেতা খোকন
প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম তাজুল ইসলাম খোকন ১৫মামলা মাথায় নিয়ে মারা গেছেন। সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই দিনও একটি মামলায় কুমিল্লা আদালতে হাজিরা দেয়ার কথা ছিল তার। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লাকসাম পৌরসভার উত্তর পশ্চিমগাঁও (পেয়ারাপুর) গ্রামের মাস্টার মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এসএম তাজুল ইসলাম খোকনের নামে ১৫টি মামলা ছিল। রিমান্ডসহ দেড় মাস জেল খেটে মাসখানেক আগে তিনি জামিন পান। সোমবার (২০ নভেম্বর) একটি মামলায় কুমিল্লা আদালতে হাজিরা দেয়ার কথা ছিল। ভোর ৪টার দিকে ঢাকার বাসায় বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালে তিনি মারা যান। মিশুক মানুষ হিসেবে তার সুনাম ছিলো। মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে এলে দলমত নির্বিশেষে শত শত লোক হাজির হন। বিকেলে জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।