পাঁচ লক্ষাধিক টাকার কাঠ জব্দ করেছে কুমিল্লা বন বিভাগ

 

অবৈধভাবে পাচারের সময় কুমিল্লায় বন বিভাগের সদস্যরা ধাওয়া করলে চালক ও হেলপার ট্রাকভর্তি কাঠ ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার কাঠ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
তিনি জানান, একটি ট্রাকে তিরপল দিয়ে ঢেকে কাঠ পাচার হচ্ছে। এমন খবরে সুয়াগঞ্জ ফরেস্ট চেকপোস্টের সদস্যরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। চট্ট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক যার নম্বর চট্ট মেট্রো ট-১১৬১ চেকপোস্ট ওভারটেক করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বনবিভাগের সদস্যরা ধাওয়া করলে চালক ও হেলপার ট্রাকটি সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় ফেলে পালিয়ে যায়। ট্রাকে থাকা ৩০ ঘনফুট আকাশমনি ও কড়ই কাঠ জব্দ করা হয়। পাশাপাশি কাঠ বহনকারী ট্রাকটিও আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আদালতের আদেশ পেলে জব্দ করা কাঠগুলো নিলামে তোলা হবে।