কৃষি ও পরিবেশ সংগঠক মতিন সৈকতের মায়ের ইন্তেকাল

প্রতিনিধি।।
কুমিল্লার কৃষি ও পরিবেশ সংগঠক মতিন সৈকতের মা শাহানারা বেগম ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাতে দাউদকান্দি উপজেলার আদমপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাঁচ মেয়ে ও ২ ছেলের জননী এই নারীর মৃত্যুকালে বয়স হয়েছিলো ১০২ বছর। স্বামী ক্বারী কেরামত আলী ও তিন সন্তান আগেই মারা গেছেন। শাহানারা বেগমের জানাজা ও দাফন বুধবার আদমপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে তাঁর আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্র জানায়,মায়ের প্রতি মতিন সৈকতের ভালোবাসা ছিলো অগাধ। বাবা ক্বারী কেরামত আলী ও বড় ভাই অধ্যক্ষ আবদুল লতিফের মৃত্যুর পর মাকে আগলে রেখেছেন পরম মমতায়। বিশেষ করে গত তিন বছরেরও বেশি সময় শয্যাশায়ী মায়ের সেবায় তিনি কোনো কার্পণ্য করেননি। মায়ের মৃত্যুতে তিনি কিছুটা ভেঙ্গে পড়লেও বার্ধক্যের সময় পাশে থেকে সেবাযত্ন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তিনি মায়ের আত্মার মাগফেরাতে জন্য সবার দোয়া কামনা করেন।