গৌরিপুরে ডোবা থেকে পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার
আরো পড়ুন:
আমোদ প্রতিনিধি।।
কুমিল্লায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে পরিচ্ছন্নতাকর্মী হেলাল মিয়ার (৪৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দির গৌরিপুর ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। রোববার দুপুরে দাউদকান্দি গৌরিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে পানি নিষ্কাশন করতে গিয়ে নিখোঁজ হয়েছিল হেলাল। সে গৌরিপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের ধনু মিয়ার ছেলে।
জানা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে ইউনিয়ন পরিষদের আশেপাশের এলাকা ও গৌরিপুর বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনের জন্য পুকুরে ডুবে থাকা পানি নিষ্কাশনের লাইন পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী হেলাল পুকুরে ডুবে যায় ।
গৌরিপুর ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।