বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হলো ঈদ পুনর্মিলনী
আরো পড়ুন:
প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম ওরফে চৈতী কালাম। ঈদের পরদিন নিজ গ্রাম কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর গ্রামে আয়োজন করেন ঈদ পুনর্মিলনী ও ভুরিভোজ অনুষ্ঠানের। কিন্তু লাকসাম পৌরসভা ও উপজেলা নেতাকর্মীরা তা বয়কট করে। অনুষ্ঠানে আগতদের অধিকাংশ খাবার না পেয়ে ফিরে যান। খাবার না পেয়ে এক ষাটোর্ধ্ব বিএনপি কর্মী চৈতী কালামের সম্মূখেই প্লেট ছুঁড়ে ফেলেন। চেয়ার ছোড়াছুড়ি করেন। খাবার না পেয়ে অনেককেই গালমন্দ করতে করতে চৈতী কালামের বাড়ি ত্যাগ করতে দেখা যায়।