কুমিল্লা নগরীজুড়ে নিরাপত্তা জোরদার

আমোদ প্রতিবেদক।

কুমিল্লা নগরীর ছোটরায় অবস্থিত কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস। নির্বাচন অফিসের সড়কের মাথায় পুলিশি চেক পোস্ট। মোটর সাইকেল কিংবা গাড়ি প্রবেশ নিষিদ্ধ। পুলিশ কর্মকর্তা ও ট্রাফিক পুলিশ সদস্যরা নির্বাচন অফিসে আগত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দেখেশুনে কথা বলে ভেতরে যেতে দিচ্ছেন। নির্বাচন অফিসের বাইরেও বেশ কয়েকজন পুলিশ সদস্যের অবস্থান। এছাড়া নগরীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে। চরছে মোটর সাইকেলের কাগজপত্র পরীক্ষা। এতে নগরীতে কমে গেছে মোটর সাইকেলের সংখ্যা।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ জানান, সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র আমরা বেশ কয়েকটি ধাপে নিরাপত্তা জোরদার করেছি। নির্বাচন অফিসের ভেতর ও বাইরে পুলিশের অবস্থান সেই ধাপের অংশ।
এদিকে কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫জন নেতা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে মোট ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১ জন, বিএনপির স্বতন্ত্র্র প্রার্থী ২ জন, জাতীয় পার্টির ১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন, নাগরিক ফোরাম সংগঠনের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী ১ জন। মোট ১৫৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৩৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নাবী চৌধুরী বলেন, মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। আমরা প্রার্থী ও তাদের সমর্থকদের নির্দেশনা দিচ্ছি তাদের কি করতে হবে এবং কি বর্জন করতে হবে।
উল্লেখ্য, ১৭ মে পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়া হবে। ১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে যাছাই- বাছাই হবে। ২৭ মে প্রতীক বরাদ্দ হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ১৫ জুন নির্বাচনী ফল ঘোষণা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে। ভোট গ্রহণ ১৫ জুন। ২ জন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ২ লক্ষ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।