ভিক্টোরিয়া কলেজে নতুন উপাধ্যক্ষ আবদুল মজিদ 

 

inside post

হাসিবুল ইসলাম সজিব।। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নতুন  উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক আবদুল মজিদ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তিনি যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা।

গত ২৯ অক্টোবর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি কলেজ-২ এর উপসচিব মোঃ মাহবুব আলম এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়।

অধ্যাপক আব্দুল মজিদ সরকারি চাকরিতে যোগদান করেন ১৭ নভেম্বর ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস এর মাধ্যমে। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দলকুইয়া গ্রামের বাসিন্দা। ১ জানুয়ারি ১৯৬৯ সালে জন্ম গ্রহণ করেন।

যোগদানের পর নতুন  উপাধ্যক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কলেজ অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, ৯টি সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ,  কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সিটিজি সমাজের গ্রুপ থেকেও অভিনন্দন জানিয়েছেন স্বজনরা।

নতুন  উপাধ্যক্ষ  অধ্যাপক আবদুল মজিদ বলেন, আমি আনন্দিত। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। ভিক্টোরিয়া পরিবারের সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতা চাই, যেনো যথাযথ দায়িত্ব পালন করতে পারি।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর মো. মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রসায়ন বিভাগের অধ্যাপক মো. দেলোয়ার হোসেনকে উপাধ্যক্ষ পদে প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ২৯ অক্টোবরের প্রজ্ঞাপন বলা হয় প্রশাসনিক কারণে জনাব মো. দেলোয়ার হোসেনের পদায়ন বাতিল করা হলো।

আরো পড়ুন