ভোটের মাঠে মন্ত্রীর শ্যালক ও ভাতিজা

 প্রতিনিধি।।
দলীয় নির্দেশ উপেক্ষা করে ভোটের মাঠে রয়ে গেলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের শ্যালক ও ভাতিজা। জেলার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মহব্বত আলী মন্ত্রীর শ্যালক ও মনোহরগঞ্জ উপজেলায় একই পদে প্রার্থী আমিরুল ইসলাম মন্ত্রীর ভাতিজা।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও ওই আলোচিত দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ’
রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, প্রথম ধাপে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও মেঘনা উপজেলায় কেউ বিনা ভোটে জয়ী হচ্ছে না। ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে চেয়ারম্যান পদে ১৪, ভাইস চেয়ারম্যান পদে ১৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ভোটের মাঠে রয়েছেন।