নাঙ্গলকোটে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান মেয়র আবদুল মালেক
আমজাদ হাফিজ, লাকসাম ॥
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার যাত্রা শুরু হয় ২০০২ সালে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটির আয়তন ১৩ দশমিক ৪৫ বর্গকিলোমিটার। প্রতিষ্ঠার শুরুতে নাঙ্গলকোট পৌরসভায় নাগরিক সুযোগ-সুবিধা তেমন ছিল না। প্রত্যন্ত অঞ্চলের পৌর এলাকাটি ছিল উন্নয়ন বঞ্চিত। এ পৌরসভায় গত ৫ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করছেন মোঃ আবদুল মালেক। ২০১৬ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি বিএনপি সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদারকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সার্বিক নির্দেশনায় নাঙ্গলকোট পৌরসভার উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মন্ত্রীর দিকনির্দেশনায় মেয়র আবদুল মালেকের হাত ধরেই ২০১৮ সালের এপ্রিলে পৌরসভাটি ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়।
নাঙ্গলকোট পৗরসভা নিয়ে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মেয়র আবদুল মালেক বলেন, ‘দায়িত্ব নেয়ার পর থেকে আমি অবহেলিত পৌরবাসীকে একটি আধুনিক মডেল পৌরসভা উপহার দিতে নিরন্তর চেষ্টা করেছি। আমার বিশ্বাস, আমি যে কাজ করেছি তাতে পৌরবাসী সন্তুষ্ট। আগামী দিনে পৌর এলাকার সীমানাবর্ধনের পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলো থেকে কিছু গ্রাম পৌরসভায় যুক্ত করার চেষ্টা করবো। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আসন্ন পৌর নির্বাচনে পুনরায় মেয়র পদে লড়তে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি আশা করি, নাঙ্গলকোট পৌরসভার উন্নয়নে আমার নিরলস প্রচেষ্টা বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, আমার প্রিয় নেতা, মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মহোদয় আমাকে পুনরায় মেয়র পদে দলীয় মনোনয়ন দিলে পৌর নাগরিকরা আমাকে ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করবেন।’