সদর দক্ষিণে সবজি খেত থেকে মেছো বাঘ আটক
আরো পড়ুন:
আমোদ প্রতিনিধি ।।
কুমিল্লার সদর দক্ষিণে সবজি খেত থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে মেছো বাঘটিকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাণীপুর গ্রামের সাইফুল ইসলাম নামের একজন বাড়ির পাশের সবজি খেতে প্রথম মেছো বাঘটিকে দেখতে পায়। পরে তিনি এলাকার যুবকদের খবর দিলে তারা এসে জাল দিয়ে মেছো বাঘটিকে আটক করে। বর্তমানে বাঘটি বাণীপুর পূর্বপাড়া শাহ আলমের বাড়িতে খাঁচায় রাখা হয়েছে।
স্থানীয়রা আরও জানান, বাঘটিকে ধরতে গিয়ে দুইজন আহত হয়েছেন। একজন হাসপাতালে ও অন্যজন বাড়িতে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, স্থানীয় কয়েকজন যুবক একটি মেছো বাঘ আটক করেছে। সেখানে লোক পাঠানো হয়েছে। মেছো বাঘটিকে উদ্ধারের পর রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হবে।